রাজ্য জ্বলছে, রাজভবনে পৌঁছাতে লাগল হেলিকপ্টার! তীব্র সমালোচনার মুখে সরকার

মনিপুরে চলমান অস্থিরতা ও সহিংসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
manipur former cm

নিজস্ব সংবাদদাতা: মনিপুরে চলমান অস্থিরতা ও সহিংসা নিয়ে তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "এটা রাজ্য এবং কেন্দ্র—দুই সরকারেরই সম্পূর্ণ ব্যর্থতা। মনিপুরে শাসন ব্যবস্থা বলে আর কিছু নেই।"

মঙ্গলবার ইম্ফলের কংগ্রেস ভবনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ৬১তম মৃত্যুবার্ষিকীতে মাল্যদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন ইবোবি সিংহ।

তিনি বলেন, “আমাদের বিশ্লেষণ অনুযায়ী, গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এটা সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। রাজ্যপাল হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান, কিন্তু কার্যত তিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হয়ে শুধু নামমাত্র পদে রয়েছেন।”

Manipur

প্রসঙ্গত, সোমবার রাজ্যপাল অজয় কুমার ভল্লাকে ইম্ফল বিমানবন্দর থেকে মাত্র সাত কিলোমিটার দূরের রাজভবনে নিয়ে যেতে সেনার হেলিকপ্টার ব্যবহার করতে হয়। কারণ, পথে ব্যাপক বিক্ষোভের জন্য তিনি রাস্তা দিয়ে যেতে পারেননি।

এই প্রসঙ্গেই ইবোবি সিংহ রাজ্যপাল, সিকিউরিটি অ্যাডভাইজার, চিফ সেক্রেটারি এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP)-এর কাছ থেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।