কাশ্মীরে পাকিস্তান সমর্থনের ‘মৃত্যু ঘোষণা’? আজাদ জানালেন আসল চিত্র

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ বলেন, কাশ্মীরের মানুষ এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে।

author-image
Tamalika Chakraborty
New Update
ghulamm.jpg

নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরে এখন ৯৯.৯ শতাংশ মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে – এমনটাই দাবি করলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির প্রধান গুলাম নবী আজাদ। কাতারে অল-পার্টি ডেলিগেশনের অংশ হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কাশ্মীরে সাধারণ মানুষের মনে এখন পাকিস্তান-পুষ্ট জঙ্গিবাদের বিরুদ্ধে স্পষ্ট মনোভাব তৈরি হয়েছে।”

ghulam nabi azad.jpg

আজাদ জানান, “আমি নিশ্চিতভাবে বলতে পারি, ৯৯.৯ শতাংশ মানুষ এখন জঙ্গি বিরোধী। এটা প্রথমবার ঘটছে। এমনটা ১৯৪৭-এ হয়েছিল, যখন পাকিস্তান উপজাতিদের ব্যবহার করে কাশ্মীরে হামলা চালিয়েছিল। সেসময় শুধু জমি দখলের উদ্দেশ্য ছিল না, বরং তারা গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ-সহ ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল। সেই কারণেই কাশ্মীরি সাধারণ মানুষ লাঠি হাতে লড়েছিল সেই হামলাকারীদের বিরুদ্ধে।”

কাশ্মীরের মানুষ এখন শান্তি চায় এবং অতীতের বিভীষিকা তারা আর ফিরিয়ে আনতে চায় না বলেও মন্তব্য করেন গুলাম নবী আজাদ।