নিজস্ব সংবাদদাতা: বালোচিস্তানের বিদ্রোহীরা পাকিস্তানি সেনাদের ওপর হামলা করেছে। পাকিস্তান সেনাবাহিনীর কমপক্ষে ৯০ জন সদস্য মারা গিয়েছে। এই প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল জিডি বকশি (অবসরপ্রাপ্ত) বলেছেন, " পাকিস্তানি সেনাবাহিনী কিছু বলছে, আর বিএলএ (বেলুচিস্তান লিবারেশন আর্মি) অন্য কিছু বলছে। এর মাঝেই সত্য হারিয়ে গেছে। সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির হাতিয়ার করে পাকিস্তান নিজের পায়ে কুড়াল মেরেছে। এখনও পর্যন্ত তারা সন্ত্রাস রপ্তানি করছিল। বহিরাগতদের জন্য তারা যে সন্ত্রাসের শকুন লালন-পালন করেছিল, তারা এখন পাকিস্তানকেই ধ্বংস করছে। বিদেশী দেশগুলি এ ব্যাপারে কিছুই করতে পারে না। ভারত এতে কী করতে পারে?"
/anm-bengali/media/media_files/2025/03/16/1000171217-782592.jpg)
#WATCH | Delhi | On reports of Baloch insurgents killing Pakistani Army personnel, Major Gen GD Bakshi (Retd) says, "... The Pakistani army is saying something, and the BLA (Balochistan Liberation Army) are saying something else. The truth has been lost in between. Pakistan has… pic.twitter.com/wEHWWOOlMr
— ANI (@ANI) March 16, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us