নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের ঢাকায় ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেছেন, "ভারত এই মুহূর্তে এশিয়ায় আমাদের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। আমরা ভারত থেকে প্রায় ১৭-১৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করছি। মাঝে মাঝে মনে হয় যে আমরা বাংলাদেশে পুরোপুরি নির্ভরশীল ভারতীয় পণ্য ও আমদানির ওপর। কিন্তু ভারতও বাংলাদেশের উপর নির্ভরশীল। এটা একটা সহানুভূতিশীল সম্পর্ক। জনসাধারণ, ব্যবসায়ী সম্প্রদায় এবং রাজনীতিবিদদের এটা উপলব্ধি করতে হবে এবং চেষ্টা করতে হবে একতরফা নির্ভরতার ভাবনা দূর করতে। তাতে দুই দেশের জন্য ভালো।"
#WATCH | Dhaka, Bangladesh | Former Bangladesh Ambassador to India Mashfee Binte Shams says, "India is our largest export destination in Asia right now. We are importing around 17-18 billion dollars worth of products from India... Sometimes it seems that we in Bangladesh are… pic.twitter.com/xqlreGRvqQ
— ANI (@ANI) January 8, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us