এটা একটা ট্রেলর ছিল মাত্র! অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানকে কী পরামর্শ দিলেন প্রাক্তন বায়ু প্রধান

অপারেশন সিঁদুর নিয়ে প্রাক্তন বায়ুপ্রধান বলেন, এটা একটা ট্রেলর ছিল।

author-image
Tamalika Chakraborty
New Update
oparetion sindoor


নিজস্ব সংবাদদাতা: ৭ মে অপারেশন সিঁদুরের অধীনে ভারতীয় বিমান বাহিনী  পাকিস্তানের একধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয়। ভারতীয় হামলায় পাকিস্তানি জঙ্গি নেটওয়ার্কের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু এটি কেবল একটি ট্রেলার ছিল বলে প্রাক্তন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া বলেছেন। 

indian air force

২২ এপ্রিল পহেলগামে হামলার প্রতিশোধ হিসেবে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয়। যেখানে ২৬ জন সাধারণ নাগরিক নিহত হন। বিমান বাহিনীর প্রাক্তন প্রধান মার্শাল আরকেএস ভাদৌরিয়া বলেন, ভারতীয় বিমান বাহিনী ক্ষমতা আন্দাজ করার ক্ষমতা নেই পাকিস্তানের।