বাংলাদেশকে উসকানি দিচ্ছে সন্ত্রাসবাদী কমিউনিস্টরা! অভিযোগ আমেরিকার

ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা অভিযোগ করেন, বাংলাদেশকে উসকানি দিচ্ছে সন্ত্রাসবাদী কমিউনিস্টরা।

author-image
Tamalika Chakraborty
New Update
former advisor

নিজস্ব সংবাদদাতা:  বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারে ভারতের ভূমিকা প্রসঙ্গে  প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক আধ্যাত্মিক উপদেষ্টা জনি মুর বলেছেন,  "ভারত এই অঞ্চলের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে  শত্রুতা বাড়ছে বলে মনে হচ্ছে।  কিন্তু এর ঠিক বিপরীত হওয়া উচিত ছিল। তাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। এটা ঠিক। দেশগুলোর মধ্যে রাজনৈতিক মতবিরোধ রয়েছে। কিন্তু যেভাবে এই সঙ্কট মোকাবেলা করা হচ্ছে তা শুধুমাত্র সেই উত্তেজনাকে বাড়িয়ে তুলবে না বরং বাংলাদেশী জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের ফলে যে সমস্ত সুবিধা হতে পারে তা অস্বীকার করার ঝুঁকি রয়েছে। অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং রাজনৈতিক শক্তিহাউস অর্থাৎ বাংলাদেশ তার পাওয়ার হাউস প্রতিবেশীর কাছ থেকে লাভবান হতে পারে।  বাংলাদেশ  রাজনৈতিক ভাবে নতুন একটি পথ তৈরি করতে পারে।  যারা প্রয়োজনের সময় বাংলাদেশকে সাহায্য করতে ইচ্ছুক, তাদের মধ্যে কিছু একটা খারাপ উদ্দেশ্য আছে যা সন্ত্রাসবাদী বা কমিউনিস্ট বা অন্যান্য স্বার্থ যা শুধু বাংলাদেশি জনগণের জন্য নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য, সমগ্র বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।"  তিনি নাম না করে চিন ও পাকিস্তানকে আক্রমণ করেন।