একটাই প্রশ্ন—কেন ভেঙে পড়ল বিমান? ফরেনসিক টিমের সামনে চরম চ্যালেঞ্জ

ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
ahmedabad plan chrash  a

নিজস্ব সংবাদদাতা:  সম্প্রতি ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ২৬৫ জন। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ভেঙে পড়ে।

দুর্ঘটনাটি ঘটে একটি মেডিক্যাল কলেজের ছাত্রাবাসের ওপর, ফলে একযোগে বিমানযাত্রী ও আবাসিকদের বহু প্রাণহানি ঘটে। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে মাত্র একজন বেঁচে আছেন, বাকিরা সকলেই প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার তীব্রতায় আগুন ধরে যায় চারপাশে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

gujarat flight clash

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আহতদের দেখতে যান সিভিল হাসপাতালে। মৃতদের প্রতি শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, "এই ক্ষতি কোনোদিন পূরণ হবার নয়।"

এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ফরেনসিক টিম। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনা ঘিরে গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।