/anm-bengali/media/media_files/2025/09/07/higway-2025-09-07-20-17-24.jpg)
নিজস্ব সংবাদদাতা: রবিবার ভোর থেকেই গুরুগ্রামের মানেসর এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভয়ঙ্কর এক দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায় স্থানীয় মানুষজন। দিল্লি-জয়পুর জাতীয় সড়কের আইএমটি মোড়ে রাস্তার মাঝখানে পড়ে ছিল এক বিদেশি মহিলার অর্ধনগ্ন দেহ। খবর পেয়ে সকাল প্রায় ৬টার সময় পুলিশ কন্ট্রোল রুমে ফোন যায়।
তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মৃতা সম্ভবত আফ্রিকান বংশোদ্ভূত। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/rNmDutLsOTNUIXIhQ8H1.jpg)
সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে দেহের অবস্থায়। উপরের অংশে ছিল সামান্য পোশাক, কিন্তু কোমরের নিচ থেকে পুরো দেহ সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ছিল। এতে পুলিশের সন্দেহ হয়েছে, তাকে প্রথমে যৌন হেনস্থার শিকার করা হয়েছিল এবং তারপর খুন করা হয়েছে।
মানেসর এলাকার সহকারী পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনাটিকে আপাতত সন্দেহজনক হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে বিশেষ দল গঠন করেছে পুলিশ।
হঠাৎ রাস্তায় অর্ধনগ্ন দেহ পড়ে থাকার ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য। স্থানীয়রা বলছেন, এই ধরনের ঘটনা এর আগে খুব কমই ঘটেছে, তাই তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us