নিজস্ব সংবাদদাতা: কানাডার পার্লামেন্ট হিলে দীপাবলি উদযাপনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, "আমরা এই বিষয়ে কিছু প্রতিবেদন দেখেছি। এটা দুর্ভাগ্যজনক যে কানাডার বিরাজমান পরিবেশ অসহিষ্ণুতা ও চরমপন্থার উচ্চ পর্যায়ে পৌঁছেছে।" কানাডিয়ান সরকারের ভিসার সংখ্যা কমানোর বিষয়ে রণধীর জয়সওয়াল বলেছেন, "আমরা কানাডায় কর্মরত ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের নিরাপত্তার দিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।"
#WATCH | On the reports of a cancelled Diwali celebration at Canada's Parliament Hill, MEA Spokesperson Randhir Jaiswal says, "We have seen some reports in this regard. It is unfortunate that the prevailing atmosphere in Canada has reached high levels of intolerance and… pic.twitter.com/M6BfdamqXM
— ANI (@ANI) November 2, 2024
কানাডার পার্লামেন্টে দিওয়ালি পালন করা হচ্ছে ১৯৯৮ সাল থেকে। প্রথমবার সেই আয়োজনের উদ্যোক্তা ছিলেন প্রয়াত কনজারভেটিভ এমপি ডেরেক ওবেরয়। কিন্তু এবার কানাডার পার্লামেন্ট হিলে দীপাবলি পালন করা হয়নি। এই ঘটনায় কানাডায় বসবাসকারী ভারতীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us