/anm-bengali/media/media_files/2024/11/28/OLarZ0lgY2DDs4jLIjZv.jpg)
নিজস্ব সংবাদদাতা:বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিরুদ্ধে আগরতলা, বেলোনিয়া, ধর্মনগর এবং ত্রিপুরার অন্যান্য অংশে বিক্ষোভ দেখানো হয়। ত্রিপুরার আগেরতলাতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে বিক্ষোভ দেখানো হয়। ঘটনায় বিদেশ মন্ত্রকের তরফে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আগেরতলাতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণ লঙ্ঘনের আগের ঘটনাটি গভীরভাবে দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তিকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। নয়াদিল্লিতে কমিশন এবং দেশে তাদের ডেপুটি/সহকারী হাই কমিশন।”
MEA says, "The incident earlier today of the breach of premises at the Bangladesh Assistant High Commission in Agartala is deeply regrettable. Diplomatic and consular properties should not be targeted under any circumstances. Government is taking action to step up security… pic.twitter.com/JrteEY2Z6Y
— ANI (@ANI) December 2, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us