২৬/১১-এর পরেই উচিত ছিল প্রতিশোধ! সন্ত্রাসে মদতদাতাদের জয়শঙ্করের হুঁশিয়ারি

বিদেশমন্ত্রী বলেন, সন্ত্রাসে মদতদাতাদের আর রেহাই দেওয়া হবে না।

author-image
Tamalika Chakraborty
New Update
s jaishankarty2.jpg

নিজস্ব সংবাদদাতা: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার গুজরাটের বডোদরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন সন্ত্রাসে মদতদাতা দেশগুলিকে। তিনি বলেন, “যারা সন্ত্রাসকে প্রশ্রয় দেয়, তাকে লালন-পালন করে এবং নিজেদের স্বার্থে ব্যবহার করে — তাদের বড় মূল্য চোকাতে হবে। এই মূল্য ২৬/১১ মুম্বই হামলার পরই দেওয়া উচিত ছিল।”

s jaishankar            n

তিনি আরও বলেন, আজকের ভারত আগের মতো নেই। এখন দেশ অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নতুন ভারত’-এর লক্ষ্যপথেই দেশ এগোচ্ছে।

বিদেশমন্ত্রীর এই মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে, যারা অতীতে ভারতকে ক্ষতবিক্ষত করেছে, তারা এবার আর রেহাই পাবে না।