মাঝ আকাশে আচমকা বুকে ব্যথা যাত্রীর! মদিনা যাওয়ার পথে কেরলে জরুরি অবতরণ বিমানের

মদিনা যাওয়ার পথে কেরলে জরুরি অবতরণ বিমানের।

author-image
Tamalika Chakraborty
New Update
Flight

নিজস্ব সংবাদদাতা: কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবস্থায় নামল সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমান। জানা গিয়েছে, জাকার্তা থেকে মদিনার পথে থাকা ওই বিমানে এক ইন্দোনেশিয়ান নাগরিক যাত্রী মাঝ আকাশে অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে বিমানটি সন্ধ্যে সাতটার সময় নিরাপদে জরুরি অবতরণ করে। বিমানবন্দরে নামানোর পর অসুস্থ যাত্রী লিয়া ফাতোনাহ-কে দ্রুত তিরুবনন্তপুরমের আনন্দপুরী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই যাত্রী বুকে যন্ত্রণা অনুভব করেন ও চিকিৎসকরা পরীক্ষার পরে জরুরি বিভাগে ভর্তি রাখেন। বিমানে থাকা বাকি ৩৯৫ জন যাত্রী ও কর্মীদের কোনও অসুবিধা হয়নি। চিকিৎসা চলার সঙ্গে সঙ্গেই বিমানটি ফের জ্বালানী নিয়ে রাত সাড়ে আটটা নাগাদ মদিনার উদ্দেশ্যে উড়ে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ, বিমান সংস্থা ও হাসপাতালের তৎপরতায় দ্রুত চিকিত্‍সা পাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

Flight