বাতিল হয়ে যাচ্ছে পাঁচ টাকার কয়েন! বড় সিদ্ধান্তের পথে আরবিআই

বাতিল হতে চলেছে পাঁচ টাকার কয়েন। আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, পুরনো, মোটা পাঁচ টাকার কয়েন তৈরি করা হচ্ছে না। শীঘ্রই এই কয়েন বাতিল করা হবে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
৫ টাকার কয়েন.jpg

নিজস্ব সংবাদদাতা: ২০১৬ সালে নোটবন্দির সময় বাতিল হয়ে যায় ১০০০ টাকা ও ৫০০ টাকার নোট। সম্প্রতি বাতিল হয়েছে ২০০০ টাকার নোট। এবার পাঁচ টাকার কয়েন বাতিলের সিদ্ধান্ত নিতে চলেছে আরবিআই। RBI-এর তরফে এক বিবৃতি জানানো হয়েছে, পুরনো মোটা পাঁচ টাকার কয়েন বাতিল হতে চলেছে। এই কয়েন আরবিআই তৈরি করাও বন্ধ করে দিয়েছে। 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg