/anm-bengali/media/media_files/YdKAzb6A3OhQKnmTZ5KQ.jpg)
নিজস্ব সংবাদদাতা: পাউরি জেলার শ্রীনগর এলাকায় ডাহালচোরির কাছে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় ১৮ জন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় চারজন যাত্রী মারা গিয়েছে। এসডিআরএফ জেলা কন্ট্রোল রুম পাউরি থেকে জানানো হয়েছিল যে ডাহালচোরির কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়। SDRF টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। বাসটি পাউড়ি থেকে ডাহালছড়ি যাচ্ছিল। বাসে মোট ২২ জন লোক ছিল। পাউরি পুলিশ এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় এবং মোট ১৮ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যখন এই ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন মারা যান। চিকিৎসাধীন এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে।
Pauri Garhwal: A bus crashed near Dahalchori in the Srinagar area of Pauri district, 18 injured were rushed to hospital and 04 passengers died.
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 12, 2025
SDRF was informed by District Control Room Pauri that a bus went out of control near Dahalchori and fell into a 100-meter-deep gorge.…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us