মুম্বইয়ে বহুতলে ভয়াবহ আগুন! এক মহিলার মৃত্যু, গুরুতর আহত শিশু ও আরও অনেকে হাসপাতালে

মুম্বইয়ে বহুতলে ২৩ তলা বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।

author-image
Tamalika Chakraborty
New Update
mumbai fites


নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ের দাহিসর এলাকায় রবিবার ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। ২৩ তলা একটি বহুতলের সপ্তম তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনায় অন্তত এক মহিলার মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত। দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা করে মোট ৩৬ জনকে উদ্ধার করেছেন, যাদের মধ্যে নারী-পুরুষ থেকে শুরু করে শিশুরাও রয়েছে।

দুপুর প্রায় ৩টার সময় আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাতটি দমকলের ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

উদ্ধার হওয়া ৩৬ জনের মধ্যে ১৯ জনকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুঃখজনকভাবে এক মহিলা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এক প্রতিবন্ধী কন্যা এবং আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

mumbai aa

সবচেয়ে চিন্তার বিষয়, নর্দার্ন কেয়ার হাসপাতালে ভর্তি ৪ বছরের এক শিশুর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। এছাড়া একজনকে প্রগতি হাসপাতালে এবং আরেকজনকে শতাব্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও একাধিক আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন।

দমকলের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের বেজমেন্টে বৈদ্যুতিক তারে ত্রুটি থেকেই আগুন লাগে। সেখান থেকে আগুন দ্রুত বৈদ্যুতিক ডাক্ট দিয়ে উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। দুইটি মিটার কেবিনও সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

দমকল সূত্রে জানানো হয়েছে, বিকেল সাড়ে ৪টার মধ্যে আগুনকে ঘিরে ফেলা গিয়েছিল, আর রাতের মধ্যে শীতলীকরণের কাজও শুরু হয়। তবে বহুতলের বাসিন্দারা এখনও আতঙ্কে রয়েছেন।