/anm-bengali/media/media_files/2025/09/05/woman-ips-officer-a-2025-09-05-12-43-25.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন বিতর্ক। অবৈধ খনন নিয়ে শুরু হয়েছে বড় ঝড়। শুক্রবার কুরডুওয়াড়ি থানায় ১০ থেকে ১৫ জন এনসিপি কর্মীর নামে মামলা দায়ের হয়েছে। তাঁদের মধ্যে আছেন এনসিপি নেতা বাবা জগতাপও। অভিযোগ, সরকারি কাজকর্মে বাধা দেওয়া এবং অবৈধ খননের সঙ্গে যুক্ত থাকার জন্য তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
যে ধারাগুলোতে মামলা হয়েছে তার মধ্যে আছে ভারতীয় দণ্ডবিধির ৩০৩(২), ৩(৫), ১৩২, ১৮৯(২), ১৮৯(৩), ১৮৯(৫) ধারা, পাশাপাশি পরিবেশ সুরক্ষা আইনের ৯.১৫ ধারা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/05/ajit-pawar-2025-09-05-12-45-21.jpg)
এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক চাঞ্চল্যকর ভিডিও। সেখানে দেখা যায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী আজিত পওয়ার সরাসরি এক আইপিএস অফিসারকে নির্দেশ দিচ্ছেন অবৈধ মুরুম খননের বিরুদ্ধে পদক্ষেপ বন্ধ করতে। মুরুম হল রাস্তা তৈরির সময় ভরাট করার জন্য ব্যবহৃত এক ধরনের মাটি-পাথরের মিশ্রণ।
ভিডিওতে স্পষ্ট শোনা যায় পওয়ার বলছেন, “শুনুন, আমি ডেপুটি চিফ মিনিস্টার বলছি। আমি আপনাকে আদেশ দিচ্ছি, এক্ষুনি অভিযান বন্ধ করুন।” এরপর তাঁকে বলতে শোনা যায়, “কীভাবে সাহস হলো আপনার? আমি ব্যবস্থা নেব। আমার মুখ তো চিনবেন অন্তত?”
এই ঘটনার পর প্রশাসনের মধ্যে অস্বস্তি বাড়ছে। একদিকে অবৈধ খননের অভিযোগ, অন্যদিকে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার’-এর অভিযোগে তোলপাড় মহারাষ্ট্রের রাজনৈতিক মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us