২২ দিন পর পাকিস্তানের বন্দি জীবন মুক্ত করে ভারতে এলেন বিএসএফ জওয়ান! চোখের জলে ফের সীমান্তে পাঠাতে চাইছেন বাবা

বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের বাবা বলেন, "আমি চাই আমার ছেলে আবার দেশের সেবার কাজ শুরু করুক।"

author-image
Tamalika Chakraborty
New Update
bsd jawan father

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে হামলার পরের দিনই ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পাক রেঞ্জাররা তাঁকে বন্দি করে রাখেন  এই বিষয়ে বার বার ভারতের সঙ্গে পাকিস্তানের ফ্ল্যাগ মিটিং হয়। ২২ দিন পর পাকিস্তান বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে মুক্তি দেয়। পূর্ণম সাউ ভারতে ফিরে এসেছেন। এই খবরে আনন্দে ভাসছে সাউ পরিবার। পূর্ণমের বাবা ভোলানাথ সাউ বলেছেন, "আমি কেন্দ্র এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যারা আমার ছেলেকে পাকিস্তান থেকে মুক্তি দিয়ে ভারতে ফিরিয়ে এনেছে। এখন যেহেতু আমার ছেলে ফিরে আসছে, আমি চাই সে আবারও দেশের সেবা করুক।"
purnam kumar