/anm-bengali/media/media_files/2025/05/20/f57QmypmNH9zVQooWjN8.webp)
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রা নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তাঁর বাবা হরিশ মালহোত্রা মঙ্গলবার হিসারের সেন্ট্রাল জেল নম্বর ২-এ মেয়ের সঙ্গে দেখা করেন এবং সাংবাদিকদের জানান, জ্যোতি চোখে জল নিয়ে তাঁকে বলেছেন, “আমি নির্দোষ, বাবা।”
৩৩ বছরের ইউটিউবার জ্যোতি বর্তমানে হরিয়ানার হিসারে ১৪ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন। এর আগে তিনি চারদিনের পুলিশ হেফাজতে ছিলেন, যা মঙ্গলবার শেষ হয়। তারপরই তাঁকে ফের ১৪ দিনের হেফাজতে পাঠায় আদালত।
/anm-bengali/media/media_files/2025/05/20/PUdEXoG9EzXGXTsenrEa.jpg)
পুলিশ সূত্রে খবর, ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতে বিদ্যুৎ বিভ্রাট সংক্রান্ত গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে সরবরাহ করার অভিযোগ রয়েছে জ্যোতির বিরুদ্ধে। তাঁকে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা এবং স্পর্শকাতর তথ্য পাঠানোর মতো গুরুতর অভিযোগে গ্রেফতার করা হয়।
তবে জ্যোতির পরিবার ও আইনজীবীরা দাবি করেছেন, তাঁকে মিথ্যা ফাঁসানো হচ্ছে এবং সমস্ত অভিযোগ ভিত্তিহীন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us