"আমার মদ কে খেল?" — ছেলেকে মাথায় কাঠের লাঠি দিয়ে পিটিয়ে খুন বাবার!

পিতৃহত্যা নয়, পুত্রহত্যা! রাগে অন্ধ হয়ে নিজের ছেলেকেই মারলেন বাবা, কারণ একটাই — মদ!

author-image
Tamalika Chakraborty
New Update
hand-dead-victim-woman-covered-600nw-

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ৬৫ বছরের হীরামন ধুরভে নিজের জন্য মদ কিনেছিলেন। কিন্তু সেটা ৩৫ বছরের ছেলে দিলীপ ধুরভে আগেই খেয়ে ফেলে।

এই নিয়ে বাবা-ছেলের মধ্যে চরম তর্কবিতর্ক শুরু হয়। রেগে আগুন হয়ে যান হীরামন।
তিনি একটি কাঠের লাঠি তুলে নিয়ে ছেলের মাথায় বারবার মারতে থাকেন, এতটাই মারেন যে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতী এলাকায়, সোমবার সকালে।

dead

স্থানীয় পুলিশ জানিয়েছে, ছেলের মাথায় গুরুতর আঘাত লেগেছিল, এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।