স্কুলে গিয়েছিলেন মেয়ের ট্রান্সফার সার্টিফিকেট আনতে, টাকার জন্য কৃষককে পিটিয়ে হত্যা!

মেয়ের স্কুলের বেতন ফেরত আনতে গিয়েছিলেন কৃষক, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
mob lynching

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের পরভনী জেলায় একটি হোস্টেল স্কুলের ফি ফেরতের দাবিতে গিয়ে এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্কুল প্রশাসকের বিরুদ্ধে। নিহত ওই কৃষকের নাম জগন্নাথ হেংডে, বয়স ৪২ বছর। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়, পুর্ণা এলাকার জিরো ফাটা অঞ্চলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জগন্নাথ হেংডে তার কন্যার স্কুল ফি ফেরতের পাশাপাশি ট্রান্সফার সার্টিফিকেট চাইতে স্কুলে গিয়েছিলেন। কিন্তু স্কুলের প্রধান ও তাঁর স্ত্রী এই বিষয়ে তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, বাকি ফি না দেওয়ার অজুহাতে তারা জগন্নাথের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। বচসা এতটাই তীব্র হয় যে স্কুলের প্রধান ও তাঁর স্ত্রী মিলে ওই কৃষককে মারধর করতে শুরু করেন।

dead

নির্মম মারধরের জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জগন্নাথ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্কুলপ্রধান ও তার স্ত্রীকে অভিযুক্ত হিসেবে এফআইআর করা হয়েছে। অভিযুক্তের স্ত্রীর একটি রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও জানা গেছে।

পুর্ণা থানার এক পুলিশ আধিকারিক বলেন, “এই ঘটনার তদন্ত দ্রুতগতিতে চলছে। অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে।” এই নির্মম ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুল প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে তীব্র প্রশ্ন।