গাজায় এখনও বন্দি আমার ছেলে! যুদ্ধবিরতির মাঝেই হাহাকার ছড়াল ইজরায়েলে

গাজায় বন্দি ইজরায়েলি সেনার মুক্তির দাবিতে গর্জে উঠলেন পরিবার।

author-image
Tamalika Chakraborty
New Update
Israel

নিজস্ব সংবাদদাতা: ইরান ও ইজরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির আবহে গাজায় বন্দি থাকা ইজরায়েলি নাগরিকদের পরিবারের আর্তি— “এটাই সময়, আমাদের সন্তানদের ঘরে ফেরানোর।” মঙ্গলবার সকালে এই দাবিতে সোচ্চার হলেন বহু পরিবারের সদস্যরা। তাঁদের অনুরোধ, এই যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে যেন সরকার গাজায় আটক থাকা ব্যক্তিদের মুক্তির জন্য পদক্ষেপ নেয়।

নিজের ছেলে নিমরোদ কোহেনের প্রসঙ্গে আবেগঘন বার্তায় লিখেছেন ভিকি কোহেন, “এখনই সেই সময়— আমার সন্তানকে বাড়ি ফেরানোর।” নিমরোদ ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া ইউনিটে কর্মরত ছিলেন। গত ৭ অক্টোবর গাজার হামাস জঙ্গিরা তাঁর ট্যাঙ্কে হামলা চালিয়ে তাঁকে বন্দি করে নিয়ে যায়।

ISRAEL ARMY .jpg

পরবর্তীতে মার্চ মাসে হামাসের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে নিমরোদকে জীবিত অবস্থায় দেখা যায়। সেই ভিডিওতে তাঁকে দেখা যায় আরেক বন্দি ইয়ার হর্নের সঙ্গে বিদায় নিতে, যিনি পরে মুক্তি পান।

একইরকম আবেগঘন বার্তা শেয়ার করেছেন আইনাভ জানগাউকার। তাঁর ছেলে মতান এখনও গাজায় বন্দি। এক্স-এ আইনাভ লেখেন, “১২ দিনের যুদ্ধ শেষ হয়েছে— অসাধারণ সামরিক সাফল্য ও ঘরের ভিতরের বেদনাদায়ক মূল্য চুকিয়ে। কিন্তু ৬২৭ দিনের এই যন্ত্রণার যুদ্ধ যেন এখন ‘অন্তহীন যুদ্ধ’-এ পরিণত হচ্ছে।”

পরিবারগুলোর মতে, যদি ইরান ও ইজরায়েলের মতো পরস্পরবিরোধী শক্তির মধ্যে সাময়িক শান্তির পথ খোঁজা যায়, তাহলে গাজায় আটক থাকা নিরীহ বন্দিদের মুক্তির বিষয়েও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা সম্ভব।