নিজস্ব সংবাদদাতা: গোটা দেশে যখন এয়ার ইন্ডিয়া বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ২৭০ জনের পরিবারের সদস্যরা শোকের মাঝে দিন কাটাচ্ছেন, তখন সেই ক্ষতকে আরও গভীর করে তুলছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো ভিডিও ও তথ্য। এই দুঃখজনক ঘটনার শিকার পরিবারগুলোর এক সদস্য সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন।
এই দুর্ঘটনায় প্রাণ হারানো কোমি ব্যাস, তাঁর স্বামী প্রতীক জোশী ও তাঁদের তিন শিশুর পরিবারের পক্ষ থেকে কুলদীপ ভাট সোশ্যাল মিডিয়ায় ভুয়ো কনটেন্টের বিরুদ্ধে মুখ খোলেন। তিনি বলেন, “আমাদের পরিবার এবং বাকি ২৭০টি পরিবারের উপর দিয়ে এখন যে মানসিক ঝড় বয়ে যাচ্ছে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। অথচ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিজেদের ফলোয়ার আর ভিউ বাড়াতে ফেক ভিডিও, বিকৃত ছবি পোস্ট করছে!”
ভাট আরও অভিযোগ করেছেন, “এগুলো শুধুই ক্লিকবেইট, যেখানে দুর্ঘটনার ভিডিও মিসইউজ করা হচ্ছে, মৃতদের পরিবারের ছবি এডিট করে ভাইরাল করা হচ্ছে। এটা অমানবিক, এবং আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে কড়া পদক্ষেপ নেওয়া হোক।”
তিনি এও জানান, তাঁদের পরিবারের সদস্যদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে এই ধরনের নোংরা প্রচার। এ ধরনের সোশ্যাল মিডিয়া অপব্যবহার শুধু মৃতদের সম্মানহানিই নয়, তাদের পরিবারগুলির বেদনাকেও চরম পর্যায়ে ঠেলে দিচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us