যারা ছিল মৃত্যুদণ্ডে, আজ তারা মুক্ত! ২০০৬ বিস্ফোরণ মামলায় পাল্টে গেল ইতিহাস!

২০০৬ সালে মুম্বইয়ের ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের আসামিদের বেকসুর খালাস করল হাইকোর্ট।

author-image
Tamalika Chakraborty
New Update
mumbai train blast

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ ১৮ বছর পর মুম্বই ধারাবাহিক ট্রেন বিস্ফোরণ মামলায় বোম্বে হাইকোর্ট থেকে অবশেষে বেকসুর খালাস পেলেন ১২ জন অভিযুক্ত। সোমবার এই রায়ের পরেই আনন্দের কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। যাঁদের অনেকেই মৃত্যুদণ্ডের সাজায় ছিলেন অভিযুক্ত — তাঁদের এখন নতুন করে শুরু করার স্বপ্ন।

২০০৬ সালের ১১ জুলাই মুম্বইয়ের উপনগর রেল নেটওয়ার্ক কেঁপে উঠেছিল সাতটি বিস্ফোরণে। নিহত হন ১৮৯ জন, আহত হন ৮০০-র বেশি। সেই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় ১২ জনকে। ২০১৫ সালে নিম্ন আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে, যার মধ্যে ৫ জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড।

তবে সোমবারের রায়ে এই ১২ জনকেই বেকসুর খালাস করে উচ্চ আদালত। আদালতের পর্যবেক্ষণ, তদন্তে একাধিক অসঙ্গতি ছিল এবং সন্দেহাতীতভাবে দোষ প্রমাণিত হয়নি।

bombay highcourt.jpg

এই খবরে প্রকাশ্যে এসে কথা বলেন সদ্য খালাসপ্রাপ্ত মোহম্মদ সাজিদ আনসারি (৪৮)। তিনি বলেন, “আমি মুম্বই বিস্ফোরণে নিহতদের পরিবারকে বলতে চাই — আমরাও  আর এক ধরনের শিকার। আমাদের বিরুদ্ধে ভুলভাবে মামলা সাজানো হয়েছিল। আমি দুইটি SIMI মামলাতেও অভিযুক্ত ছিলাম, কিন্তু সেখানে যেমন খালাস পেয়েছি, এখানেও সত্য জয় হয়েছে।”

আনসারি আরও বলেন, “আমার বিশ্বাস ছিল ন্যায়বিচার পাবো। এত বছর কষ্ট করেও আমরা লড়েছি। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় কারাগারে কেটে গেছে — কেউ ফিরিয়ে দেবে না সেই সময়।”

রায়ের পরে গোটা দেশ জুড়ে এই মামলা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি ভারতের বিচারব্যবস্থার একটি ঐতিহাসিক মোড়। পাশাপাশি, প্রশ্ন উঠছে দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার মান নিয়েও।