অপারেশন সিঁদুরের পর পাক মিডিয়ার মিথ্যাচার – এবার ধরা পড়ল আন্তর্জাতিক মহলের সামনে! সত্যি জানুন এখানেই

ফের পাক মিডিয়ার মিথ্য়াচার প্রকাশ্যে এসেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
operation sindoor

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তান আবারও লজ্জায় পড়ল, যখন এক জিও-ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ তাদের দাবি মিথ্যা প্রমাণ করল। কিছু পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছিল, গত মাসের চার দিনের সামরিক সংঘর্ষের সময় পাকিস্তানি সেনাবাহিনী ভারতের পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটি আক্রমণ করে এবং একটি সুখোই SU-30 যুদ্ধবিমান ধ্বংস করে।

কিন্তু এই দাবির সত্যতা যাচাই করে বিশিষ্ট জিও-ইন্টেলিজেন্স বিশ্লেষক ড্যামিয়েন সাইমন একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেন। ছবিটি ২০২৫ সালের মার্চ মাসে তোলা, অর্থাৎ সংঘর্ষের দুই মাস আগে। ছবিতে দেখা যায়, সেখানে একটি MiG-29 যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণের কাজ চলছিল এবং ইঞ্জিন টেস্ট প্যাডের পাশে যে কালো দাগ ছিল, সেটি নিয়মিত ধোঁয়ার চিহ্ন, কোন বিস্ফোরণের নয়।

sukhoi fighter jet

এর আগে পাকিস্তান দাবি করেছিল, তারা একটি চিনা-নির্মিত JF-17 যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের রুশ-নির্মিত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (যাকে 'সুদর্শন চক্র' নামেও ডাকা হয়) ধ্বংস করেছে। কিন্তু বাস্তবে, এই S-400 ভারতের বিভিন্ন বিমানঘাঁটিকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাগুলো ব্যর্থ করে দিয়েছে।

এইসব ভুয়া দাবি পাকিস্তান ছড়াচ্ছে "অপারেশন সিঁদুর"-এর পর থেকে। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে "অপারেশন সিঁদুর" চালায়। ওই অভিযানে পাকিস্তান বড় ধরনের ক্ষতি স্বীকার করে।

পাকিস্তানের এই তথ্যপ্রচার বারবার ভুল প্রমাণিত হচ্ছে, এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা নিজেদের অপ্রস্তুত ও অযোগ্য হিসেবে তুলে ধরছে।