“পারমাণবিক ব্ল্যাকমেল চলবে না...”, পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি জয়শঙ্করের

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে কড়া বার্তা দিলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
s jaishankar    n


নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারত কখনও পারমাণবিক ব্ল্যাকমেলের সামনে মাথা নত করবে না। দেশের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে পিছপা হবে না ভারত।

S JAISHANKAR.jpg

জয়শঙ্কর বলেন, “সন্ত্রাসবাদ রপ্তানিকারীদের কোনও রকম ছাড় দেওয়া হবে না। ভারতের প্রতিরক্ষা বাহিনী এখন জানে কোথায় আঘাত করতে হয়। যারা সন্ত্রাস ছড়ায়, তাদের ঘাঁটি আর সুরক্ষিত নয়।”

তিনি আরও জানান, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতি অটুট থাকবে। সদ্য চালানো জবাবি হামলাগুলিই তার প্রমাণ। এই বার্তার মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক হুমকি ও সন্ত্রাসকে একসাথে চেপে ধরল ভারত।