নিজস্ব সংবাদদাতা: এয়ার ইন্ডিয়া-১৭১ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল। দুর্ঘটনার কয়েক সপ্তাহ পর এবার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বিমান সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন। তাঁদের দাবি, ক্ষতিপূরণের প্রাথমিক প্রক্রিয়া চলাকালীন তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। এমনকি হুমকিও দেওয়া হয়েছিল— সংস্থার দেওয়া নির্দিষ্ট প্রশ্নপত্র পূরণ না করলে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না।
শুধু তাই নয়, মৃত আত্মীয়ের উপর তাঁদের আর্থিক নির্ভরতা কতটা ছিল, তা স্বীকার করে এমন কিছু নথিপত্রে স্বাক্ষর করতেও বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। অভিযোগ, এসবের পেছনে উদ্দেশ্য ছিল ক্ষতিপূরণের অঙ্ক কমানো।
বিমান সংস্থা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, এসব অভিযোগ "অসত্য ও ভিত্তিহীন"।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়ানের ঠিক পরেই ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ২৪২ জন যাত্রী ও ক্রুর মধ্যে মাত্র একজন বেঁচে ফেরেন। বাকিরা সকলেই প্রাণ হারান।
এই ভয়াবহ দুর্ঘটনার রেশ এখনও কাটেনি, তার মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারের এই অভিযোগ নতুন করে প্রশ্ন তুলে দিল এয়ার ইন্ডিয়ার ভূমিকা নিয়ে।