আতসবাজির শহরে ফের মৃত্যু! বিস্ফোরণে তিন শ্রমিকের দেহ ছিন্নভিন্ন, গুরুতর জখম আরও ৩

তামিলনাড়ুতে আতসবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
tamil nadu  blast

নিজস্ব সংবাদদাতা: সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর সিভাকাসির আন্দিয়াপুরম। ম্যারিয়াম্মান আতসবাজি কারখানায় আচমকা বিস্ফোরণে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হল গোটা এলাকা। এখনও পর্যন্ত এই মর্মান্তিক ঘটনায় তিনজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে—একজন পুরুষ ও দুইজন মহিলা শ্রমিক। এ ছাড়াও গুরুতর জখম অবস্থায় আরও তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিস্ফোরণের শব্দ এতটাই প্রবল ছিল যে আশেপাশের কয়েক কিলোমিটার দূর থেকেও কেঁপে ওঠে মাটি। আগুন ও ধোঁয়ায় ঢেকে যায় গোটা কারখানা চত্বর। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং খবর দেন পুলিশ ও দমকল বিভাগকে।

tamilnadu blast 2

সিভাকাসি, যা দেশের অন্যতম প্রধান আতসবাজি শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত, সেখানে এমন দুর্ঘটনা ফের একবার তুলে দিল নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন। অতীতেও বহুবার প্রাণহানির ঘটনা ঘটেছে সুরক্ষা না মেনে চলা ও নিয়মভঙ্গের জেরে। এদিনের ঘটনার পর ফের তদন্ত ও নজরদারি জোরদার করার দাবি উঠছে শিল্পমহল থেকে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, কারখানাটিতে কী ধরনের সুরক্ষা ব্যবস্থা ছিল, আদৌ অনুমতিপত্র ও নিয়ম মেনে কাজ চলছিল কিনা—তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। মৃতদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, আহতদের অবস্থাও স্থিতিশীল নয় বলে জানা গিয়েছে।