নিজস্ব সংবাদদাতা: ভারতে তুরস্কের চ্যানেল 'TRT World'-এর 'X' অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে পশ্চিম এশিয়ার কৌশলবিদ ওয়াইল আওয়াদ বলেন, "আমরা সংবাদমাধ্যমগুলোকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো দক্ষিণ এশিয়ায় ভুয়া খবরের সৃষ্টি হয়েছে। একটি যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, পারমাণবিক যুদ্ধের চেয়েও খারাপ, কারণ সেখানে প্রচুর ভুয়ো খবর এবং প্রচার চলছে। সব কিছু যাচাই না করেই প্রচার করা হচ্ছে সেখানে। আজকাল সোশ্যাল মিডিয়া সেটাই ভাইরাল হয়। এটা শুধু ভুয়ো খবর ছড়ানো নয়, এই ভুয়ো খবরের জেরে সাধারণ মানুষের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। প্রতিটি মিডিয়া হাউসের জবাবদিহিতা থাকা উচিত যাতে তারা ভুয়ো খবর না ছড়ায়, বিশেষ করে অত্যন্ত সংবেদনশীল বিষয়ে।এগুলো কেবল মিডিয়া যুদ্ধ। এই মিডিয়া যুদ্ধকে কখনই প্রশ্রয় দেওয়া উচিৎ নয়। এগুলো সাংবাদিকতার বিরোধী। "
/anm-bengali/media/media_files/YrVE8u1uwlfOx7ISYnCG.jpg)
#WATCH | | Delhi | On 'X' account of Turkish broadcaster 'TRT World' withheld in India, West Asia Strategist Waiel Awwad says, "I think if we look at the media, fake news has been generated in South Asia. A war has already started, worse than a nuclear war, because there is a lot… pic.twitter.com/SHdFjQeszj
— ANI (@ANI) May 14, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us