তাজ হোটেলের সন্ত্রাসবাদী দমনকারী, আজ মাদক পাচারের মাথা— খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে চাঞ্চল্য

মুম্বই হামলার সময় জঙ্গিদের সঙ্গে লড়াই করেছিলেন, সেই প্রাক্তন এনএসজি কমান্ডোকে ২০০ কেজা গাঁজা সহ গ্রেপ্তার করা হল।

author-image
Tamalika Chakraborty
New Update
command nsg

নিজস্ব সংবাদদাতা:    এক অদ্ভুত ঘটনার সাক্ষী হল রাজস্থান। একসময় যে মানুষ পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে ২৬/১১ মুম্বই হামলার সময় তাজ হোটেলে লড়েছিলেন, সেই প্রাক্তন এনএসজি কমান্ডো বাজরং সিং-কে এখন গাঁজা পাচার চক্রের প্রধান হিসেবে ঘোষণা করেছে রাজস্থান অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS) ও অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স (ANTF)।

বাজরং সিংয়ের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ২৫ হাজার টাকা। অভিযোগ, তিনি ওড়িশা ও তেলেঙ্গানার গাঁজা রাজস্থানে পাচার করতেন এবং নিজের চক্র চালাতেন চুরু জেলা থেকে। গত বুধবার রাতে চুরু থেকে তাকে গ্রেপ্তার করা হয় প্রায় ২০০ কেজি গাঁজাসহ।

arrested 123

এই অভিযানের প্রস্তুতি চলেছিল প্রায় দুই মাস ধরে। টেকনিক্যাল নজরদারি ও সোর্সের সাহায্যে বাজরংয়ের লুকিয়ে থাকার জায়গাগুলো চিহ্নিত করা হয়। সিনিয়র পুলিশ আধিকারিক বিকাশ কুমার জানান, “এটি দীর্ঘ পরিকল্পনা ও তথ্য বিনিময়ের ফল। বাজরংয়ের মতো শক্তপোক্ত অপরাধীকে গ্রেপ্তার করা রাজস্থানে সন্ত্রাস-মাদক যোগ ভাঙার বড় সাফল্য।”

কিন্তু কীভাবে জাতীয় নায়ক বাজরং সিং এভাবে অপরাধ জগতে নামল? বাজরং সিং সিকর জেলার করঙ্গা গ্রামের বাসিন্দা। ছোটবেলায় কুস্তিতে পারদর্শী হওয়ায় তিনি প্রথমে বিএসএফ-এ যোগ দেন। সেখান থেকে তার যোগ্যতায় নির্বাচিত হন এনএসজি-তে। প্রায় সাত বছর সন্ত্রাস দমন অভিযানে যুক্ত ছিলেন, যার মধ্যে ছিল ২০০৮ সালের মুম্বই হামলার লড়াইও।

২০২১ সালে অবসর নেওয়ার পর তিনি স্থানীয় রাজনীতিতে হাত পাকাতে চান, কিন্তু ব্যর্থ হন। সেখান থেকেই ধীরে ধীরে তিনি জড়িয়ে পড়েন অবৈধ মাদক ব্যবসায়।

আজ জাতীয় নায়কের পতনের এই কাহিনি দেখিয়ে দিল—গর্ব থেকে লজ্জা, আলো থেকে অন্ধকার—একই জীবনের দুই মুখ।