/anm-bengali/media/media_files/2025/07/18/bhupesh-bhagel-and-son-2025-07-18-13-03-34.jpg)
নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের পুত্র চৈতন্য বাঘেলকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকালে চৈতন্যকে অর্থপাচার মামলায় গ্রেফতার করা হয়, যা একটি বিতর্কিত মদ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, যেদিন ছিল চৈতন্য বাঘেলের জন্মদিন, ঠিক সেদিনই তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সূত্রের খবর, এদিন সকালেই কেন্দ্রীয় এজেন্সিগুলি একাধিক জায়গায় তল্লাশি চালায় এবং তার পরই এই গ্রেপ্তারির পদক্ষেপ নেওয়া হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/13/RJ19Bpnn9VwvimyULJMv.jpeg)
ইডি জানিয়েছে, মামলায় নতুন প্রমাণ হাতে আসার পরেই এই গ্রেপ্তারি ঘটেছে। দীর্ঘদিন ধরেই ছত্তিশগড়ের এই কথিত মদ কেলেঙ্কারির তদন্ত চলছিল, এবং চৈতন্য বাঘেলের নাম যে এতে জড়িত, তা নিয়ে আগেও আলোচনা হয়েছিল। তবে এবার নতুন তথ্য-প্রমাণের ভিত্তিতে সরাসরি আইনি পদক্ষেপে নামল কেন্দ্রীয় সংস্থা।
এই গ্রেপ্তারিকে ঘিরে ছত্তিশগড়ের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, এটা রাজনৈতিক প্রতিহিংসার অংশ। তবে ইডি স্পষ্ট করে বলেছে, তারা কেবলমাত্র আইনি প্রক্রিয়ার ভিত্তিতে ও প্রাপ্ত তথ্য অনুযায়ীই কাজ করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us