New Update
/anm-bengali/media/media_files/QXhIgAMoQDtpNHqp6rbT.jpg)
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোট হচ্ছে। তার মধ্যেই উল্লেখযোগ্য রায় দিল সুপ্রিম কোর্ট। ভিভিপ্যাটের ১০০ শতাংশ যাচাই করার আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে ভোটের পর ৪৫ দিন পর্যন্ত ইভিএম সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। তবে ইভিএমে পড়া ভোটের সঙ্গে ভিভিপ্যাট ১০০ শতাংশ মিলিয়ে দেখার আবেদন খারিজ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/KiimFSSfcZsixxNcVW4I.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us