New Update
/anm-bengali/media/media_files/jA8Sf1m9acJ2NT2qrmUo.jpg)
নিজস্ব সংবাদদাতা: আবগারি নীতি দুর্নীতি মামলায় এখন তিহার জেলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জামিনের আবেদন ইতিমধ্যে দিল্লি হাইকোর্ট খারিজ করেছে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের জামিনের আবেদন নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি। তবে সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানিয়েছে, যদি তিনি অন্তর্বর্তী জামিন পান, তাহলে তিনি যেন কোনও সরকারি ফাইলে সই না করেন। সুপ্রিম কোর্ট এটাই শর্ত দিয়েছে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/Xxb7JEcqg965xk22Mzd0.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us