BREAKING: ইমেলে এল চাঞ্চল্যকর বার্তা—স্বর্ণমন্দিরে রাখা হবে বিস্ফোরক!গোটা শহরে নিরাপত্তা জোরদার

২৪ ঘণ্টার মধ্যে দুইবার স্বর্ণমন্দিরে আরডিএক্স রাখার হুমকি ইমেল এল।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: শিখদের সর্ববৃহৎ ধর্মীয় উপাসনাস্থল, অমৃতসরের স্বর্ণমন্দিরকে ঘিরে ফের একবার চাঞ্চল্যকর হুমকির খবর মিলেছে। এবার ইমেল মারফত স্বর্ণমন্দিরে আরডিএক্স বিস্ফোরক রাখার ষড়যন্ত্রের আশঙ্কা জানিয়ে হুমকি দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যেই এটি দ্বিতীয় বারের মতো এমন বিস্ফোরণের হুমকি।

সোমবারই প্রথম একটি ইমেলে স্বর্ণমন্দিরের লঙ্গর হল, অর্থাৎ কমিউনিটি কিচেন উড়িয়ে দেওয়ার হুমকি আসে। তার পরদিন ফের আরেকটি ইমেল এসে পৌঁছেছে শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির (SGPC) মেইল আইডিতে, যাতে বলা হয়েছে, ‘সাচখণ্ড শ্রী হরমন্দির সাহিব’-এ আরডিএক্স রাখার ছক কষা হচ্ছে।

পরপর দুটি হুমকির পর SGPC পুলিশে আরও একটি নতুন অভিযোগ দায়ের করেছে এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। একইসঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-কে চিঠি লিখে তৎপর হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে SGPC-এর পক্ষ থেকে।

 The_Golden_Temple_of_Amrithsar_7.jpg

চিঠিতে SGPC লিখেছে, “শ্রী অমৃতসর সাহিবের SGPC-র ইমেল আইডিতে আবার একটি ইমেল এসেছে। সেই ইমেলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি শ্রী হরমন্দির সাহিবে আরডিএক্স রাখার ষড়যন্ত্রের কথা জানিয়েছে।”

এই হুমকি সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অমৃতসরের নিরাপত্তা মহলে। মন্দির প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি প্রবেশপথে চলছে কড়া নজরদারি ও ব্যাগ চেকিং।

পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি ইতিমধ্যেই হুমকি ইমেল দু’টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই হুমকি দিয়েছে, তা জানতে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার চেষ্টা, না কি পরিকল্পিত আতঙ্ক ছড়ানোর কৌশল—সব দিকেই নজর রাখছে প্রশাসন।