New Update
/anm-bengali/media/media_files/Ai2o82sDMgbbeXYO43at.jpg)
নিজস্ব সংবাদদাতা: মুম্বই থেকে প্রায় ৪০০ কিমি দূরে সোলাপুরের MIDC-র আকালকোট রোডে অবস্থিত সেন্ট্রাল টেক্সটাইল মিলসে রবিবার ভোর সাড়ে তিনটার দিকে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পাঁচ থেকে ছ’ঘণ্টা লড়াইয়ের পর এই আগুন নিয়ন্ত্রণে আসে। ওই আগুনে কারখানার মালিক হাজি উসমান হাসানভাই মানসুরি এবং তার পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দেড় বছরের একটি শিশু রয়েছে। এছারা চার কর্মীর মৃত্যু রয়েছে। মোট আট জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে তিনজন মহিলা ছিলেন। স্থানীয় দমকল সূত্রে জানা, শর্ট সার্কিটের পর মেশিনের ধাতব খণ্ড আর উত্তপ্ত বাতাসে কারখানার জায়গাটা যেন এক মৃত্যুর অগ্নিকুণ্ডে পরিণত হয়েছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us