নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের সিংহচলমে মন্দিরের দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ জন পুণ্যার্থী। আহত হয়েছেন আরও ৪ জন। দুর্ঘটনাটি ঘটেছে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে, যেখানে বার্ষিক চন্দনোৎসবম উপলক্ষে ভোররাতে ভক্তদের ভিড় হয়েছিল।
/anm-bengali/media/media_files/AnAtspi9lEQ9Pr0nix97.jpg)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ পুজোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন বহু পুণ্যার্থী। ঠিক সেই সময় মন্দিরের একটি পুরনো দেওয়াল হঠাৎ ভেঙে পড়ে তাঁদের উপর। ঘটনাস্থলে হুলুস্থুলু পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়। তবে চাপা পড়ে মৃত্যু হয় ৮ জনের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই পরিস্থিতি খতিয়ে দেখতে মন্দিরে পৌঁছান অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুদি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us