চাল দিল সরকার, কোটি কোটি টাকা তুলল দুর্নীতিবাজরা! পাঞ্জাব-হরিয়ানায় হানায় ED

পাঞ্জাব ও হরিয়ানা থেকে কোটি কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করল ইডি।

author-image
Tamalika Chakraborty
New Update
ED

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাব ও হরিয়ানায় ভর্তুকিপ্রাপ্ত 'ভারত চাল প্রকল্প'-এর আড়ালে চলা এক বিশাল দুর্নীতির চক্র ফাঁস করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডির জলন্ধর শাখার অভিযানে উদ্ধার হয়েছে ২.০২ কোটি টাকার নগদ এবং প্রায় ১.১২ কোটি টাকার সোনার বিস্কুট।

রবিবার এ বিষয়ে সরকারি সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রের এই চাল বিতরণ প্রকল্পের অপব্যবহার করে একাধিক ব্যক্তি কালো টাকা রোজগার করছিল বলে প্রাথমিক তদন্তে ধরা পড়েছে।

Ed

২৩ মে পাঞ্জাব ও হরিয়ানার একাধিক বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ (PMLA)-এর অধীনে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ নগদ, সোনা, ইলেকট্রনিক ডিভাইস, গুরুত্বপূর্ণ নথিপত্র ও ব্যবসায়িক হিসেব উদ্ধার করেছে ED।

অফিসিয়াল সূত্র বলছে, এই দুর্নীতির সঙ্গে বেশ কিছু ব্যবসায়ী ও কর্মকর্তার জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তদন্ত চলছে।