জল সরেনি নদী থেকে, কোটি কোটি টাকা সরেছে তহবিল থেকে! মিথি নদী দুর্নীতিতে নাম জড়াল এই বলিউড অভিনেতার

এবার মিথি নদী সাফাই প্রকল্পে দুর্নীতির অভিযোগে ডিনো মরিয়ার বাড়ি তল্লাশি চালালো ইডি।

author-image
Tamalika Chakraborty
New Update
Dino-Morea (1)

নিজস্ব সংবাদদাতা: মিথি নদী সাফাই প্রকল্পে ৬৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগে শুক্রবার মুম্বই ও কেরালার একাধিক জায়গায় একযোগে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এই তদন্তে তল্লাশি চালানো হয় মোট ১৫টিরও বেশি স্থানে। যার মধ্যে ছিল বলিউড অভিনেতা ডিনো মোরিয়ার বাড়ি, বৃহন্মুম্বই পুরসভার (BMC) সহকারি ইঞ্জিনিয়ার প্রশান্ত রামুগাড়ের বাসভবন এবং একাধিক ঠিকাদারি সংস্থার অফিস।

উল্লেখযোগ্যভাবে, অভিনেতা ডিনো মোরিয়া শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা আদিত্য ঠাকরের ঘনিষ্ঠ বলে পরিচিত। এর আগেও তাঁকে দু’বার জেরা করেছিল মুম্বই পুলিশ-এর ইকনমিক অফেন্সেস উইং (EOW)।

Ed

ED সূত্রে জানা গিয়েছে, তদন্তে বাজেয়াপ্ত নথি, আর্থিক বিবরণী ও অন্যান্য দলিল খতিয়ে দেখা হচ্ছে যাতে এই অর্থ কোথা থেকে এল, কোথায় গেল, তা চিহ্নিত করা যায়। এই তদন্ত চলছে মানি লন্ডারিং আইনের আওতায়, যার সূচনা হয় মুম্বই পুলিশের EOW-র একটি মামলার ভিত্তিতে।