মুম্বইয়ে ‘দাউদ কানেকশন’ ভেঙে দিল ইডি! কোটি টাকার নগদ উদ্ধার,বাজেয়াপ্ত বিলাসবহুল গাড়ি

দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত মাদকচক্রে হানা দিয়ে নগদ টাকা, বিলাসবহল গাড়ি বাজেয়াপ্ত করল ইডি।

author-image
Tamalika Chakraborty
New Update
aud indrahim

নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ের বিভিন্ন অংশে  সকাল থেকেই শুরু হয় ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-এর সমন্বিত তল্লাশি অভিযান। মোট নয়টি স্থানে একসাথে অভিযান চালিয়ে মাদক পাচার ও অর্থপাচারের এক বড় চক্র ভেঙে ফেলা হয়। তদন্তকারী সূত্র জানায়, এই চক্রটির মূল যোগ রয়েছে কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সাথে।

অভিযান প্রধানত লক্ষ্য করে মাদক বিক্রির টাকা, যা বলা হচ্ছে ফয়সাল জাভেদ শেখ ও অলফিয়া ফয়সাল শেখের হাতে ছিল। তারা নাকি এমডি নামক বিপজ্জনক মাদক সরবরাহ করত সলিম ডোলা নামের এক বড় মাদক ব্যবসায়ীর কাছ থেকে। সলিম ডোলার দাউদ গ্যাংয়ের সাথে বহুদিনের পরিচিত যোগ রয়েছে বলে নিরাপত্তা সংস্থার দাবি।

ed raids.jpg

ইডির অভিযানে প্রায় ৪২ লাখ টাকা নগদ উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত হয় তিনটি বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি—যার মধ্যে দু’টি বিএমডব্লিউ। সঙ্গে উদ্ধার হয়েছে নানান প্রমাণ, যেমন জমির নথি, ডিজিটাল ডিভাইস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দালিলিক কাগজপত্র। শুধু তাই নয়, একটি ব্যাংক লকার ও একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, যেগুলোতে অবৈধ অর্থ থাকার সন্দেহ, সেগুলিও ফ্রিজ করে দেওয়া হয়েছে।

মাদক পাচার আর আন্ডারওয়ার্ল্ডের যোগ নিয়ে বহুদিন ধরেই তদন্ত চলছিল। কিন্তু এবারের অভিযান দাউদ-যোগের এই নেটওয়ার্কে বড় ধরনের ধাক্কা দিল, যা মুম্বইয়ের অপরাধ জগতে নতুন চাঞ্চল্য ছড়িয়েছে।