এই মুহূর্তের বড় খবর! রাহুল ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি

রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
sonia-gandhi--rahul-gandhi-and-priyanka-gandhi-vadra-062227954-16x9_0.webp

নিজস্ব সংবাদদাতা: ন্যাশনাল হেরাল্ড মামলায় নতুন করে অস্বস্তি বাড়ল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এই মামলায় চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চার্জশিটে নাম রয়েছে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী এবং বিশিষ্ট টেকনোক্র্যাট শ্যাম পিত্রোদার। মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ এপ্রিল ধার্য হয়েছে।

এদিকে, মঙ্গলবারই পৃথক একটি মামলায় হরিয়ানায় অনিয়মিত জমি কেনাবেচার অভিযোগে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরাকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

ইডি-র অফিসে প্রবেশের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বঢরা বলেন, “এই বারবারের তলব প্রকৃতপক্ষে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। কেন্দ্র সরকার তদন্তকারী সংস্থাগুলিকে তাদের রাজনৈতিক সুবিধার্থে ব্যবহার করছে।”

robert bhadra .jpg
কংগ্রেসের অভিযোগ, লোকসভা নির্বাচনের মুখে বিরোধীদের নিশানা করতেই ইডি-সিবিআই-র মতো সংস্থাকে হাতিয়ার করছে কেন্দ্র। তাদের দাবি, এই ধরনের পদক্ষেপ গণতন্ত্রে অশুভ বার্তা দিচ্ছে।

ন্যাশনাল হেরাল্ড মামলা মূলত একটি অর্থনৈতিক তছরুপ সংক্রান্ত অভিযোগ, যেখানে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ইয়ং ইন্ডিয়ান নামে একটি সংস্থার মাধ্যমে হেরাল্ডের সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে।

মামলা এবং তদন্ত প্রসঙ্গে দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, কংগ্রেসের অন্দরে এই বিষয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

২৫ এপ্রিল আদালতের শুনানিতে পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।