অনীল আম্বানির সংস্থার বিরুদ্ধে ‘ভুয়ো গ্যারান্টি’ বোমা! ইডির প্রথম গ্রেফতার— কে এই পার্থ সারথি বিসওয়াল?

অনীল আম্বানির সংস্থার বিরুদ্ধে ‘ভুয়ো গ্যারান্টি’র অভিযোগে একজনকে গ্রেফতার করল ইডি।

author-image
Tamalika Chakraborty
New Update
anil amabni


নিজস্ব সংবাদদাতা: অর্থপাচার মামলায় অনীল আম্বানির মালিকানাধীন একাধিক সংস্থার বিরুদ্ধে তদন্তের মাঝে বড়সড় অগ্রগতি ঘটাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই মামলায় প্রথমবারের মতো গ্রেফতার করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ও বিসওয়াল ট্রেডলিঙ্ক প্রাইভেট লিমিটেড (BTPL)-এর ম্যানেজিং ডিরেক্টর পার্থ সারথি বিসওয়ালকে।

পিএমএলএ (PMLA), ২০০২ আইন অনুসারে এই গ্রেফতারি ঘটেছে। তার আগে ইডি ভুবনেশ্বর এবং কলকাতায় বিসওয়াল ট্রেডলিঙ্কের অফিস ও সংশ্লিষ্ট একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালায়।

এই পুরো মামলার সূত্রপাত দিল্লি পুলিশের ইকনমিক অফেন্স উইং (EOW)-এর দায়ের করা একটি এফআইআর থেকে। অভিযোগ, বিসওয়াল ট্রেডলিঙ্ক ও তার পরিচালকদের বিরুদ্ধে সৌর শক্তি উন্নয়ন সংস্থা SECI-কে দেওয়া একটি ভুয়ো ব্যাঙ্ক গ্যারান্টির মাধ্যমে প্রতারণা ও বিপুল আর্থিক দুর্নীতির চেষ্টা হয়েছে।

arrested a

এই ভুয়ো গ্যারান্টির মাধ্যমে দেশের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পেও প্রভাব পড়তে পারত, যা প্রশাসনের কড়া নজরে আসে। বর্তমানে ইডি গোটা আর্থিক লেনদেন, মুদ্রাপাচারের নেটওয়ার্ক এবং অন্যান্য সহযোগী সংস্থাগুলির সঙ্গে সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছে।

অনীল আম্বানির নাম এই কেলেঙ্কারির ছায়ায় আসতেই দেশজুড়ে বাড়ছে উত্তেজনা। প্রশ্ন উঠছে— কীভাবে এত বড় পরিমাণে আর্থিক প্রতারণা অজানা থেকে গেল? এই মামলার পরবর্তী তদন্ত কোথায় গড়ায়, তা এখন সকলের নজরে।