ইন্ডিয়ার সিদ্ধান্তকে মান্যতা দিল নির্বাচন কমিশন

বৈঠকে মান্যতা দেওয়া হবে ভিভিপ্যাট, ইভিএমের ওপর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Meghalaya Election: ২ মার্চ অবধি ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করার নির্দেশ কমিশনের

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইভিএম সমস্যা নিয়ে ভারতীয় নির্বাচন কমিশনের সাথে একটি বৈঠক চেয়ে চিঠি পাঠিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সেখানে তিনি উল্লেখ করেছিলেন, যদি কমিশন অনুমতি দেয় তাহলে, ইন্ডিয়া জোটের কয়েকজন প্রতিনিধি তাঁর সাথে দেখা করে একাধিক সমস্যা নিয়ে কথা বলবেন। সেখানে মান্যতা দেওয়া হবে ভিভিপ্যাট, ইভিএমের ওপর।

এবার সেই চিঠির জবাব এল। জয়রাম রমেশের সাম্প্রতিক চিঠির জবাব দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

জয়রাম রমেশ এদিন জানিয়েছেন, “ইসি প্রতিক্রিয়া ব্যাখ্যা করে জানিয়েছে কেন ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কে একটি বৈঠকের প্রয়োজন। সেখানে শুধু ইন্ডিয়া জোট নয়, সকল দলের সাথেই বৈঠকে বসতে চায় নির্বাচন কমিশন”। অর্থাৎ অল্প কিছুদিনের মধ্যেই যে এই বৈঠক ডাকা হবে তা খানিকটা নিশ্চিত করেই বলা যায় বলে মনে করছেন কংগ্রেস নেতা।

hiren