নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ক্রমশ জোরাল হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, ২০২৫ সালের শুরুতে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে গিয়েছিলেন। তারপরেই তিনি গিয়েছিলেন পাকিস্তানে। আর ওই সফরের কয়েক মাস পরেই পহেলগাঁওয়ে ঘটে ভয়াবহ জঙ্গি হামলা, যাতে প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ।
তদন্তকারীরা এখন এই দুই সফরের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছেন। হিসারের পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান জানান, “এখনকার যুদ্ধ শুধুই সীমান্তে হয় না। পাকিস্তানি গোয়েন্দারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দিয়ে তাদের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাদের কাছে ইনপুট এসেছে যে, তারা জ্যোতিকে ‘অ্যাসেট’ হিসেবে গড়ে তুলছিল। সে পাকিস্তান, এমনকি চীনেও গিয়েছিল। পহেলগাঁওয়ে হামলার আগেই সে পাকিস্তানে গিয়েছিল।” জ্যোতির ব্যাঙ্কের যাবতীয় লেনদেন, গতিবিধি, এবং পাকিস্তান হাই কমিশনের অফিসারদের সঙ্গে তার কথোপকথনের তথ্য এখন তদন্তের আওতায় আনা হয়েছে।
জ্যোতির বিরুদ্ধে করা এফআইআর অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তান হাই কমিশনে ভিসা নিতে গিয়ে জ্যোতির পরিচয় হয় এহসান-উর-রহিম ওরফে দানিশ-এর সঙ্গে, যিনি ভারত থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কৃত হন। এরপর জ্যোতি পাকিস্তানে যান, যেখানে তাঁর থাকার ব্যবস্থা করে দেন আলি আহওয়ান। ওই সফরে তিনি পাকিস্তানের গোয়েন্দা অফিসার শাকির ও রানা শাহবাজের সঙ্গে সাক্ষাৎ করেন। শাহবাজের মোবাইল নাম্বারটি তিনি নিজের ফোনে ‘জাট রানধাওয়া’ নামে সেভ করে রেখেছিলেন, যা তদন্তে ধরা পড়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us