New Update
/anm-bengali/media/media_files/rNmDutLsOTNUIXIhQ8H1.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের চক্রধরপুরে নেশাগ্রস্ত এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলল, কারণ তিনি রান্না করতে অস্বীকার করেছিলেন।
শনিবার রাতে শঙ্কর নামের ওই ব্যক্তি নেশা করে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে তিনি তাঁর স্ত্রীকে খাবার রান্না করতে বলেন। কিন্তু শঙ্করের নেশার অবস্থা দেখে তাঁর স্ত্রী রেগে গিয়ে রান্না করতে অস্বীকার করেন। শুরু হয় তর্ক।
/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
তর্ক থেকে পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যায়। হঠাৎ শঙ্কর একটি লাঠি তুলে নিয়ে স্ত্রীর উপর মারধর শুরু করেন। লাগাতার মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শঙ্করের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us