চালক মারা গেলেন ড্রাইভিং সিটেই, কন্ডাক্টরের সাহসে বাঁচলেন যাত্রীরা

চলন্ত বাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু চালকের, কন্ডাক্টরের সাহসে দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা।

author-image
Tamalika Chakraborty
New Update
tamil nadu bus driver

নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর দিন্দিগুল জেলায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। চলন্ত বাসে হৃদরোগে আক্রান্ত হয়ে চালক অচেতন হয়ে পড়েন। তবে চালকের মৃত্যুর পরেও বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে কন্ডাক্টর ও যাত্রীদের তৎপরতায়।

জানা গিয়েছে, ওই বাসের চালকের নাম প্রভু। শুক্রবার বাস চালাতে চালাতেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন চালক। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রভু হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে যান এবং বাস নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। যাত্রীরা দ্রুত বুঝতে পারেন পরিস্থিতির গুরুত্ব।

dead body 3.jpg

ঠিক সেই সময় কন্ডাক্টর দ্রুত গিয়ে বাসের ইমার্জেন্সি ব্রেক টেনে ধরেন। অন্যদিকে, কয়েকজন যাত্রী চালকের দিকে এগিয়ে যান তাঁকে সাহায্য করতে। এরপর চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।