নিজস্ব সংবাদদাতা: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক বক্তব্যে জানিয়েছেন, চীনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ইঙ্গিত দিয়েছেন, ভারতের সঙ্গেও খুব শীঘ্রই একটি "বড়সড় চুক্তি" হতে চলেছে। এই মন্তব্য ট্রাম্প করেন ‘Big Beautiful Bill’ নামে একটি ইভেন্টে ভাষণ দেওয়ার সময়।
ট্রাম্প বলেন, "সবাই এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চাইছে, এর একটা অংশ হতে চাইছে। কয়েক মাস আগেও মিডিয়া বলছিল, ‘তোমাদের কি আদৌ এমন কেউ আছে যাদের সঙ্গে চুক্তি হবে?’" তিনি আরও বলেন, "আমরা গতকাল চীনের সঙ্গে চুক্তি করলাম। অনেক বড় বড় চুক্তি হচ্ছে। আর ভারতের সঙ্গে একটা বড়সড় চুক্তি আসছে, খুব শীঘ্রই। যেখানে আমরা ভারতের বাজার খুলে দিতে পারব। ঠিক যেমনভাবে চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে তাদের বাজারও কিছুটা খুলছে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/14/dZeK504ArQWIgmyXBXni.jpg)
ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, আগামী দিনে ভারত-আমেরিকার বাণিজ্য সম্পর্ক আরও গভীর হতে পারে। যদিও তিনি কী ধরনের চুক্তির কথা বলছেন, তা স্পষ্ট করেননি।
বিশেষজ্ঞরা মনে করছেন, এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, বিশেষ করে ট্রাম্প আবার যদি মার্কিন প্রেসিডেন্ট হন, তবে ভারত-আমেরিকা সম্পর্ক নতুন দিশা পেতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us