ফের চুল পেতে গিয়ে প্রাণ হারালেন দুইজন, জেলে অভিযুক্ত চিকিৎসক

হেয়ার ট্রান্সপ্লান্টের জেরে দুই রোগীর মৃত্যুর ঘটনায় জেলে চিকিৎসক।

author-image
Tamalika Chakraborty
New Update
Arrest

নিজস্ব সংবাদদাতা: কানপুরে ভুলভাবে করা হেয়ার ট্রান্সপ্লান্টের জেরে দুই রোগীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক অনুষ্কা তিওয়ারি সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। ফলে আগামী ২ জুন তাঁর আগাম জামিনের শুনানি এখন কার্যত অর্থহীন হয়ে পড়েছে।

dead body .jpg

জেলা সরকারি আইনজীবী দিলীপ আওয়াস্থি জানান, “আমাদের হাতে এমন প্রমাণ ছিল যা তাঁর অপরাধে যুক্ত থাকার বিষয়টি পরিষ্কার করে। এখন যেহেতু তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে, আগাম জামিনের আবেদন গুরুত্ব হারিয়েছে।”

চিকিৎসক অনুষ্কার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়মবহির্ভূতভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে দুই রোগীর প্রাণহানি ঘটান। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় কানপুর ও আশপাশের এলাকায়।