/anm-bengali/media/media_files/2025/07/30/meerath-2025-07-30-07-53-22.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মেরঠ থেকে উঠে এল এক মর্মান্তিক চিকিৎসার গাফিলতির অভিযোগ। অভিযোগ, এক জরুরি অবস্থায় থাকা রোগী চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন, কারণ সে সময় জরুরি বিভাগের চিকিৎসক গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মেরঠের লালা লাজপত রায় মেমোরিয়াল (LLRM) মেডিক্যাল কলেজে, ২৭ জুলাই রাত থেকে ২৮ জুলাই ভোররাতে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের জরুরি বিভাগে এক জুনিয়র ডাক্তার ঘুমিয়ে রয়েছেন, তাঁর পা টেবিলের উপর তুলে রাখা। আর ঠিক কাছেই রক্তাক্ত অবস্থায় এক রোগী স্ট্রেচারে পড়ে আছেন, সম্পূর্ণ অবহেলিত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
ঘটনাটি সামনে আসতেই তীব্র ক্ষোভ ছড়িয়েছে মেরঠজুড়ে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নেটপাড়ার সাধারণ মানুষ—প্রত্যেকেই প্রশ্ন তুলেছেন সরকারি হাসপাতালের জরুরি পরিষেবা ও মানবিকতার হাল নিয়ে। এই হাসপাতালটি পশ্চিম উত্তরপ্রদেশের অন্যতম বড় সরকারি চিকিৎসাকেন্দ্র হওয়ায়, বিষয়টি ঘিরে প্রশাসনিক স্তরেও চাপে পড়েছে স্বাস্থ্য দপ্তর।
রোগীর আত্মীয়দের দাবি, চিকিৎসকেরা যদি সময়মতো ব্যবস্থা নিতেন, তবে হয়তো প্রাণ রক্ষা করা যেত। ভিডিও-প্রমাণ সামনে আসার পর হাসপাতালের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও না দেওয়া হলেও, তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।
একজন অসুস্থ মানুষ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তখন যিনি তাঁকে বাঁচানোর দায়িত্বে, তিনি যদি ঘুমিয়ে থাকেন—তাহলে সাধারণ মানুষ কার কাছে ভরসা রাখবে? এই প্রশ্নে উত্তাল এখন গোটা এলাকা।
🚨Patient dies bleeding as doctors sleep in AC room at Meerut hospital | Watch#meeruthospitalpic.twitter.com/Ewo8GAhUHz
— The Tatva (@thetatvaindia) July 29, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us