মা হতে পারেননি বলে খুন! শ্বশুর-শাশুড়ির হাতে মারা গেলেন এক চিকিৎসক

কর্ণাটকে শ্বশুর-শাশুড়ির হাতে মারা গেলেন এক চিকিৎসক।

author-image
Tamalika Chakraborty
New Update
karnataka doctor

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের বেলগাভি জেলায় এক ৩০ বছর বয়সি তরুণী চিকিৎসককে পরিকল্পনা করে খুন করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, নিঃসন্তান থাকার কারণেই ওই চিকিৎসককে ক্রমাগত মানসিক নির্যাতন ও পারিবারিক অশান্তির মুখোমুখি হতে হচ্ছিল।

death

অভিযোগ, চিকিৎসককে খুনের পিছনে মূল মদতদাতা ছিলেন তাঁর স্বামী, আর সেই পরিকল্পনা কার্যকর করেন তাঁর শ্বশুর কমন্না হনাকান্দে ও শাশুড়ি জয়শ্রী।

পুলিশ আরও জানায়, প্রথমে এই ঘটনাকে একটি দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তদন্তে উঠে আসে চক্রান্তের প্রমাণ। পরে স্পষ্ট হয়, এটি ছিল একটি ঠাণ্ডা মাথায় পূর্বপরিকল্পিত খুন।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অভিযোগকারী পরিবার দ্রুত ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছে।