৩৭ হাজার স্বেচ্ছাসেবীর হাতে রূপকথার আলো, দীপোৎসবে বিশ্ব রেকর্ড

অযোধ্যার দীপোৎসবে নতুন গিনেস বিশ্বরেকর্ড: ২৬ লাখেরও বেশি প্রদীপ জ্বালিয়ে আলোকিত হল ঘাট ও সরযূ নদীর তীর। গিনেস বিচারকের মতে, এই আয়োজন সত্যিই অসাধারণ।

author-image
Tamalika Chakraborty
New Update
world record

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশে দীপোৎসব উপলক্ষে তৈরি হল এক নতুন গিনেস বিশ্বরেকর্ড। আয়োজকগণ একসঙ্গে ২৬,১৭,২১৫টি প্রদীপ জ্বালিয়েছেন অযোধ্যার ঘাট এবং সরযূ নদীর তীরে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিচারক রিচার্ড স্টেনিং জানালেন, “আজ অবিশ্বাস্য এক দৃশ্য দেখলাম। প্রতি বছর এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এখানে এসে সত্যিই সম্মানিত মনে হচ্ছে। এটা অসাধারণ ও অবাক করার মতো আয়োজন।” গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল দল ড্রোন ও বিশেষ প্রযুক্তি দিয়ে প্রদীপের সংখ্যা যাচাই করেছে। এ অনুষ্ঠানে হাজার হাজার স্বেচ্ছাসেবী, পণ্ডিত ও প্রশাসনিক আধিকারিক একসঙ্গে কাজ করেছেন। দীপাবলির রাতে আলোকিত অযোধ্যা আবারও বিশ্বের কাছে ভারতীয় সংস্কৃতির দীপ্ত পালক তুলে ধরল।

sarju ghat diwali