৩৭০ ধারা তুলে নেওয়ার পর কাশ্মীরে বিদেশি পর্যটক বেড়েছে! দাবি দিলীপ ঘোষের

টুইটারে দিলীপ ঘোষ বলেন, ভারতের পর্যটন শিল্পের বৃদ্ধি রেকর্ড পরিমাণ হয়েছে। সংসদে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি অনুযায়ী, গত ১১ মাসে ভারতে রেকর্ড পরিমাণ বিদেশি পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন।

New Update
dilip ghosh central.jpg

নিজস্ব সংবাদদাতা:  শুক্রবার টুইট করে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, 'দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভারতের পর্যটন বিভাগ। সংসদে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কিষাণ রেড্ডি জানিয়েছেন, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে অভ্যন্তরীণ পর্যটন ১৫৫% বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে ৮৫ লক্ষ বিদেশী পর্যটক ভারত সফর করেছেন। গত ১১মাসে  দুই কোটিরও বেশি পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন। এই সংখ্যাটি ঐতিহাসিক। স্বাধীনতা-পরবর্তী সময়ে এই প্রথম এত পর্যটক কাশ্মীরে এসেছেন। ৩৭০ ধারা বাতিলের পর এটি সম্ভব হয়েছে। '